ইন্দোনেশিয়া সরকার স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি প্রদান করতে যাচ্ছে। আগামী ১০ মের মধ্যে এই বৃত্তির জন্য আবেদন করতে হবে। ডেভেলপমেন্ট কান্ট্রিজ পার্টনারশিপ স্কলারশিপ (ডিসিপিএস) প্রোগ্রামের আওতায় ইন্দোনেশিয়া সরকার এই বৃত্তি দেয়। জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত (ন্যাম) দেশের শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি দেওয়া হবে। ২০১১-১২ শিক্ষাবর্ষে তিন বছরের জন্য এই বৃত্তি দেওয়া হবে। তিন বছরের মধ্যে এক বছর ইন্দোনেশিয়ার ভাষা ও প্রস্তুতিমূলক কোর্স এবং দুই বছর স্নাতকোত্তর কোর্স অন্তর্ভুক্ত। মানবিক, বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, প্রকৌশল, শিক্ষাসহ নানা বিষয় এই বৃত্তির আওতাভুক্ত।
ঢাকার ইন্দোনেশিয়া সরকারের দূতাবাস থেকে বৃত্তির জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এই বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীরা ‘সেকেন্ড সেক্রেটারি, ইন্দোনেশিয়া দূতাবাস ঢাকা, সড়ক-৫৩, প্লট-১৪, গুলশান-২, ঢাকা-১২১২’ ঠিকানায় সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন।
ফোন: ০২-৯৮৮১৬৪০-৪১। বিস্তারিত তথ্যের জন্য দেখুন www.knb.diknas.go.id
সূত্র : প্রথম আলো