৩৪তম বিসিএসে উত্তীর্ণ হওয়া ১৩০ জনকে নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ‘শিক্ষাগত যোগ্যতা, মেধা ও কোটার ভিত্তিতে’ তাদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে পিএসসি।
এর আগে ৩৪তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে কমিশন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।
বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পাননি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালাও সংশোধন করে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ০২৮২৫৭, ০৯৮৪৭১ এবং ১০৯৭৪৪ রেজিস্ট্রেশনধারীর ফলাফল স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কমিশন গঠিত তদন্ত কমিটির কাছে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র/প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।