জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ বছরই খুলছে চারুকলা বিভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে এই বিভাগ খোলা হচ্ছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে বিভাগের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। প্রশাসনিকভাবে অনুমোদনের পর সম্প্রতি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদকে সভাপতি করে শুরু হয়েছে নতুন এই বিভাগের পথচলা।
এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন চারুকলায় ভর্তির সুযোগ পাবে।