৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন।
বৃহস্পতিবার বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানিয়ে দেবে পিএসসি।
এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গতবছর ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
এরপর চলতি বছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন; যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ।
ওই পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ৩৯১ জন প্রার্থী এবার লিখিত পরীক্ষা দেবেন।