বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২ হাজার ৫২টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসব পদ পূরণ করা হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনলাইনে এ নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ১৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদনকারীদের পরীক্ষার ফি ৫০০ টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, আবেদনে প্রার্থীর বসয় কম বা বেশি কোনোটিই গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ দিকে অনলাইন সার্ভারে অতিরিক্ত চাপ পরে এবং প্রার্থীরা দুর্ভোগে পড়েন। তাই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে প্রথমদিকেই যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র জমাদান চূড়ান্ত করার পরামর্শ দিয়েছে পিএসসি। আবেদনপত্র দ্রুত প্রক্রিয়ায়ন শেষে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি টেস্ট নেয়া হতে পারে বলেও জানিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ২ হাজার ৫২টি শূন্যপদের মধ্যে সাধারণ ১২টি ক্যাডারে মোট পদের সংখ্যা ৪৪২টি। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ২০০টি, পররাষ্ট্রতে ২৫, পুলিশ ৮০, আনসার ২২, নিরীক্ষা ও হিসাব ৫, কর ৩৭, সমবায় ৩, ইকোনমিক ১৩, খাদ্য ৫, তথ্য ৩৯, পরিবার পরিকল্পনা ১০ এবং ডাক ক্যাডারে ৩টি।
প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের মোট পদের সংখ্যা ৪৮৭টি। এরমধ্যে মত্স্য ক্যাডারে ৩১টি, পশু সম্পদে ৭৬, কৃষি ২১, স্বাস্থ্য ৩২৭, তথ্য ২২, রেলওয়ে প্রকৌশল ৩, গণপূর্ত ৬, পরিসংখ্যানে ১টি পদ।
সাধারণ শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজে প্রভাষক পদ) মোট পদের সংখ্যা ১ হাজার ৬৯টি। এরমধ্যে রাষ্ট্রবিজ্ঞানে ৮৩টি, প্রাণিবিদ্যা ২৭, ইংরেজি ১৩২, অর্থনীতি ৯৫, দর্শন ৪০, ইতিহাস ২৪, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৭৪, সমাজবিজ্ঞান ২৭, সমাজ কল্যাণ ২১, পদার্থ বিজ্ঞান ৫৫, রসায়ন ৪০, উদ্ভিদ বিজ্ঞান ৩৯, কৃষি বিজ্ঞান ৩, ভূগোল ৮, মনোবিজ্ঞান ৩, হিসাব বিজ্ঞান ৯৫, ব্যবস্থাপনা ৮৮, গার্হস্থ্য অর্থনীতি ৪, মার্কেটিং ১২, মৃত্তিকা বিজ্ঞান ১৫, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ২, পালি ১, ফিকহ ৩, আকাইদ ১, পরিসংখ্যান ৯, গণিত ৪৭ এবং আরবিতে ১টি পদ রয়েছে।
সাধারণ শিক্ষা ক্যাডারে (সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক পদ) মোট পদের সংখ্যা ৫৪টি। এরমধ্যে বাংলায় ১০, ইংরেজি ৬, ইতিহাস ৩, রাষ্ট্রবিজ্ঞান ৮, ভূগোল ৩, গণিত ৪, বিজ্ঞান ৪, ইসলামিক আইডিওলজি ১, চারু ও কারুকলা ১, প্রফেশনাল ইথিক্স ২, কৃষিবিজ্ঞান ৩, গ্রন্থাগার বিজ্ঞান ৪ এবং শিক্ষা ২টি পদ।
1 thought on “৩৪তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ”
Comments are closed.
সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ।