৩১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে স্থগিত ৬০ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসি) তথ্য বিভ্রাট এবং প্রশাসনিক কারণে তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছিল। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের তদন্ত কমিটির নিকট উপস্থিত ৫৭ জন প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র/সনদপত্র/ডকুমেন্ট যথাযথ বিবেচিত হওয়ায় তাদের স্থগিত ফলাফল প্রকাশ করা হয়।
সাধারণ ক্যাডার: বিসিএস (প্রশাসন)-০০৫০১৮, ১৪৬০৮৪, ০৫০০৬৩, ০৩৩২৪৯, ২২০৭৪৯; বিসিএস (পুলিশ)-০৬৩০১৫; বিসিএস (ইকনোমিক)-০০৪৭০৬; বিসিএস (তথ্য), সহকারী পরিচালক (প্রোগ্রাম)- ০১১৭৭১; বিসিএস (পরিবার পরিকল্পনা)-১০৪২৩৯, ০৪২৫০১; বিসিএস (কর)-০৪৪২৬১। প্রফেশনাল ক্যাডার: বিসিএস স্বাস্থ্য (সহকারী সার্জন)- ০৫০৮১৭, ১০৩৯৪৩, ০৬০৯১০, ৬২৩৬৬১, ০৪৭৮৪১, ০২৯২২৯, ০৭৯১৬১, ৩১৯২৮৮, ০৫৫১৭০, ০৬৯৩৭০, ০৭২৭১০, ০৭৩১২৭, ৩১২২৭০, ১৩৪৫৮৪, ০০৮৮০৭, ০৮৬৪১৯, ৬২৪৭৮৩, ২২৫৫৬২, ১২৬৩০১, ৩১৬৯০৪, ১৩৫৫৮৮, ৫০১৯৮৩, ১৪৭৫০৪, ০৮৩০৫২; বিসিএস স্বাস্থ্য (সহকারী ডেন্টাল সার্জন)- ২২৯৬৩১, ০০৭৫৩৭; বিসিএস (পরিসংখ্যান)- ০৩৭৮৮১, ০৭৫৯৫৭; বিসিএস পশুসম্পদ (ভেটেরিনারি সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/প্রভাষক)- ০৩৮৬২৭, ০১৪৩৪৭, ৩০৬৬৮৪, ০৫১১১২, ০১৯৬২০, ০৩৭৬৪৭, ৬২৬৭২২, ০০৬৩৬৭, ২০৯৭২২, ০৩৮৬০৭, ০০২৫৯৭, ০৬২৭৫২, ৬০৪৭২৩, ৫০৬৭৪৩, ৩২২৫৯০; বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান- ০২১২৪৯; বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, প্রাণিবিজ্ঞান- ০০৮৩৩৩; বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, হিসাববিজ্ঞান- ০০৮৯২৬। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীকালে যে কোনো সময় কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোনো ক্ষেত্রে চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা কোনো গুরুতর ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তার মনোনয়ন বাতিল হবে।
মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক প্রাকনিয়োগ জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।