হরতালের কারণে এইচএসসি পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়ায় সাব-রেজিস্ট্রার পদে শুক্রবারের প্রিলিমিনারি পরীক্ষাও স্থগিত করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) আলী নূর বৃহস্পতিবার সকালে একটি অনলাইন বার্তা সংস্থাকে জানান, এ পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।
ঢাকার ১৯টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পিএসসির অধীনে সাব-রেজিস্ট্রার পদে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ৪০টি পদের বিপরীতে ৩৮ হাজার চারশ ২৬ জন প্রার্থী আবেদন করেছে এবার।