বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন পরিদফতরের সাবরেজিস্ট্রার পদে নিয়োগের জন্য গত ১৮ মে তারিখের স্থগিতকৃত বাছাই পরীক্ষা (অবজেক্টিভ টেস্ট) আগামী ২৬ মে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকায় ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
তথ্যবিবরণীতে বলা হয়, বাছাই পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।