সাউথইস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: প্রবেশনারি অফিসার
বয়স: ১৫.০১.২০১৫ তারিখে ৩০ বছর।
যোগ্যতা: এমবিএ/মাস্টার্স ইন কমার্স/অর্থনীতি/ইংরেজি/লোক প্রশাসন/আন্তর্জাতিক সম্পর্ক/ডেভেলপমেন্ট স্টাডিজ/ রাষ্ট্রবিজ্ঞান/ আইন/ইতিহাস/পরিসংখ্যান/গণিত/পদার্থ ও ব্যাংক ম্যানেজমেন্ট।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে www.southeastbank.com.bd এই ঠিকানায় আবেদন করতে হবে। স্ক্যান করা ছবি (২০KB) এবং স্নাতকোত্তর সার্টিফিকেটের স্ক্যান কপি অনলাইনে আবেদনের সময় সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের পর সব শিক্ষাগত যোগ্যতা, ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের ফটোকপি, ট্র্যাকিং নম্বরের প্রিন্ট কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিম্নের ঠিকানায় পাঠাতে হবে। হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, হেড অফিস, ইউনূস সেন্টার, (লেভেল-৬, ৫২-৫৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি , ২০১৫।