রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে বিভিন্ন পদে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ১১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ওয়েবসাইটে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১১ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনের সময়সীমা বাড়ানোর কারণ হিসেবে বলা হয়, ২৫ জুন রাত থেকে ২৮ জুন সকাল পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সুবিধা বন্ধ ছিল। এ সময় আবেদনকারীরা আবেদনের ফি জমা দিতে পারেননি বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা ছিল ৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত।