বিসিএস ৩৫তম প্রিলিমিনারি পরীক্ষা
৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পিছিয়েছে। সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র জানায়, আগামী ৬ ফেব্রুয়ারির পরিবর্তে ৬ মার্চ থেকে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি হল, আসনব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশ পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) দেওয়া হবে। ৩৫তম বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন।
বিসিএস ৩৪তম মৌখিক পরীক্ষা
৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার পর ২৬ জানুয়ারি শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা। পরীক্ষার স্থান কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে। ২ হাজার ৫২টি পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি।
জনতা ব্যাংক
জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদের নিয়োগ পরীক্ষা হবে ৯ জানুয়ারি। এই পদে ১৫৪ জনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১৬ হাজার ৫০০ জন। এ ছাড়া এই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষাও চলতি মাসে হবে বলে জানিয়েছে জনতা ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলর পদে ৪৯৪ জনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৩০ হাজার ৫০০ জন প্রার্থী।
[সূত্র : প্রথম আলো, জানুয়ারি ০২, ২০১৫]