বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
পদের নাম: মাঠ সংগঠক
পদের সংখ্যা: ৯৬ জন
বেতন: ৮,৫৫০/-
বয়স: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৩.০১.২০১৫ তারিখে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। পজীপ (পল্লী জীবিকায়ন প্রকল্প) বিভাগীয় প্রার্থী এবং একই ধরনের অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা দারিদ্র্য বিমোচনমূলক প্রকল্পের কাজে ছয় বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি/সমমান পরীক্ষায় পাস।
আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়, পল্লী ভবন (৭ম তলা), ৫ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবরে সব কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে প্রকল্প পরিচালক, পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায় বরাবর উল্লেখ করে সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধার পোষ্য, উপজাতি বা অন্য কোনো কোটায় প্রার্থী হলে বিস্তারিত বিবরণ ও প্রমাণ সংযুক্ত করতে হবে।