বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন ‘ডেভেলপমেন্ট অব দ্য বাংলাদেশ পোভার্টি ডেটাবেইস প্রকল্প’-এ ২০০৯-এর জাতীয় বেতন স্কেলে গ্রেড-১৬ এর আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটরের ৫৪৫টি পদে লোক নেওয়া হবে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বেতন মাসিক সাকল্যে ৮ হাজার ৯৯৫ টাকা।
যোগ্যতা
যাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছর ও ন্যূনতম উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এমন বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন, তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুট টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বিস্তারিত তথ্য
আগ্রহী প্রার্থীরা http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। সেখানে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফরম তোলা, জমাদান থেকে শুরু করে অন্যান্য দরকারি নির্দেশনাও সেখানে দেওয়া আছে। ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে। শেষ হবে আগামী ২৪ মে সন্ধ্যা ছয়টায়। লোক নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান ও পরিবর্তিত ক্ষেত্রে বিদ্যমান বিধি প্রযোজ্য হবে।