পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ০৪ জন
বয়স: বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার সন্তানদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর গণ্য করা হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর গণ্য করা হবে।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা (বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার)। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রার্থীকে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপেটিচিউজ টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৪৭০০-৯৭৪৫/-
আবেদনের ঠিকানা: আবেদনপত্র উপসচিব (জনবল ব্যবস্থাপনা, কক্ষ নং-১৬, ব্লক নং-০৫, নির্বাচন কমিশন সচিবালয়, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়, শেরেবাংলা নগর, ঢাকায় রক্ষিত বাক্সে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা মূল্যমানের ট্রেজারি চালান কোড নং ১-০৬০১-০০০১-২০৩১-এর মাধ্যমে সিনিয়র সহকারী সচিব (হিসাব) নির্বাচন কমিশন সচিবালয়, শেরেবাংলা নগর, ঢাকার অনুকূলে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
বিস্তারিত নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে www.ecs.gov.bd দেখা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি, ২০১৫।