পদের নাম: সেকশন অফিসার (গ্রেড-১) সমমান
পদের সংখ্যা: ১০ জন
বেতন: ১১০০০-২০৩৭০/-
যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কর্মকর্তা হিসেবে অবশ্যই এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমতুল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
আবেদনের ঠিকানা: নির্ধারিত ফরমে (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd / রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করা যাবে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নির্ধারিত আবেদন ফরম (দুটি পৃথক ফরম) সংগ্রহ করতে হবে এবং আবেদনের শেষ তারিখের মধ্যে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালে) আবেদনপত্র নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে (ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে/ সরাসরি) পৌঁছাতে হবে। প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবেদনপত্রের সঙ্গে ট্রেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা শিরোনামে অগ্রণী ব্যাংক লি., জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা-এর অনুকূলে ৪০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০১৫।