চাকরির খবর ডেস্ক, ক্যারিয়ার ইনটেলিজেন্স : এনআরবিসি ব্যাংকে চাকরি করতে চাইলে এটাই আপনার জন্য উত্তম সময়। সম্প্রতি এনআরবিসি ব্যাংক লিমিটেড পাঁচ শতাধিক কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যে পদে লোক নেবে এনআরবিসি ব্যাংক
১. প্রবেশনারি অফিসার
২. ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
৩. ট্রেইনি জুনিয়র অফিসার
৪. ক্রেডিট অপারেশন (অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অফিসার/এক্সিকিউটিভ অফিসার)
৫. জেনারেল ব্যাংকিং অপারেশন অপারেশন (অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অফিসার/এক্সিকিউটিভ অফিসার)
৬. টেলার
৭. প্রডাক্ট ডেভেলপমেন্ট অফিসার
এনআরবিসি ব্যাংকে চাকরি : পদসংখ্যা
প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি জুনিয়র অফিসার পদে মোট ১৫০ জন, টেলার ও প্রডাক্ট ডেভেলপমেন্ট অফিসার পদে ২৫০ জন এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার/ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদে ১০০ জনকে নিয়োগ দেয়া হবে।
যেভাবে আবেদন করতে হবে
এই ব্যাংকে চাকরি করতে চাইলে যোগ্যতা অনুসারে আগামী ১০ নভেম্বরের মধ্যে www.nrbcommercialbank.com/career ওয়েবসাইটের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে হবে।
ব্যাংক সম্পর্কে কিছু তথ্য
সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সুবিধা নিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সাফল্যের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলেছে। বর্তমানে প্রায় ১৬০০ কর্মীবাহিনী এনআরবিসি ব্যাংকের ৭৫ টি শাখা, ২২টি উপ-শাখা, ১০৫টি ভূমি রেজিস্ট্রেশন বুথে কাজ করছে। এনআরবিসি ব্যাংক সোল এজেন্ট হিসেবে বিআরটিএ’র ফি আদায়ের কাজ করছে।
বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকের আইটি বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। যেমনÑ অটো লোন ট্রাকিং এন্ড প্রসেসিং সিস্টেম, ডকুমেন্ট আর্কাইভিং সিস্টেম, সেন্ট্রালাইজড ড্যাশ বোর্ড রিপোর্টিং সিস্টেম, সেন্ট্রালাইজড ট্রাবল টিকিটিং সিস্টেম, অনলাইন টিউটিরিয়েল সিস্টেম, ইন্ট্রুডিউসিং মিসড কল অ্যালার্ট সার্ভিস, সিডিউলড এসএমএস ফর লোন রিকোভারী এন্ড রিমাইন্ডার অব স্কিম ইনস্টলমেন্ট, অনলাইন কাস্টমার স্যাটিসফেকশন সার্ভে সিস্টেম, ব্যাচ-২ মাইগ্রেশন, সুইফট সার্ভিস ব্যুরো মাইগ্রেশন, ডিজিটাল মার্কেটিং, সিআইবি কলাটেরাল ডাটাবেজ।
এছাড়া দেশের ১৭ টি অংশগ্রহণকারী ব্যাংকের মধ্যে ই-কেওআইসির পাইলট প্রজেক্টে এনআরবিসি ব্যাংক অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। গ্রাহকের হাতের মুঠোয় ব্যাংকিং সুবিধা পোঁছে দিতে এনআরবিসি ব্যাংক চালু করেছে মোবাইল ব্যাংকিং ভিত্তিক সেবা এনআরবিসি প্লানেট। এনআরবিসি প্লানেট অ্যাপ ব্যবহার করে সকল আর্থিক ট্রান্সজেকশনসহ গ্রাহক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট সার্ভিস করতে পারবেন। এছাড়া এনআরবিসি প্লানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহক যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।
সর্বোচ্চ সুবিধা দিয়ে এনআরবিসি ব্যাংক চালু করেছে হোমলোন ‘৯৯৯’, যেখানে গ্রাহক ৯ শতাংশ সুদে, মাত্র ৯ মিনিটে অ্যাপ্লিকেশন প্রসেস, ৯ দিনে পাবেন। এছাড়া অন্যান্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি লাইফ স্টাইল লোন, এনআরবিসি বিজনেস লোন-স্মল, এনআরবিসি বিজনেস লোন-গ্রুপ, এনআরবিসি ইডুকেশন লোন, এনআরবিসি কমার্শিয়াল ভিআইকেল লোন, এনআরবি মর্টগেজ ক্রেডিট, এনআরবিসি কমার্শিয়াল কন্সট্রাকশন লোন।