ইসলামিক ফাউন্ডেশন
পদের নাম: মেডিকেল অফিসার (মিশন)।
পদের সংখ্যা: ১২টি।
বয়স: ১৫-০৬-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: ১২০০০-২১৬০০ টাকা।
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। মেডিকেল পেশায় ২ বছরের অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ইসলামিক ফাউন্ডেশন শিরোনামে যেকোনো স্থানের সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংক, বায়তুল মোকাররম শাখা, ঢাকার ওপর ৩০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এম.আই.সি.আর (অফেরতযোগ্য) সংযুক্ত করে মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম ও আবেদনকারীর পূর্ণ ঠিকানা (নিজ জেলাসহ) স্পষ্ট করে লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৫।