ক্যাম্পাস প্রতিনিধি আবশ্যক

ক্যারিয়ার ইনটেলিজেন্সের জন্য দেশের গুরুত্বপূর্ণ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ১ জন করে প্রতিনিধি আবশ্যক। আগ্রহীরা আজই সিভি পাঠান।

দায়িত্ব ও কর্তব্য
– প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য খবরাখবর পাঠানো।
– ম্যাগাজিনের প্রচার ও প্রসারে সহযোগিতা এবং পর্যায়ক্রমে পাঠক সংগঠন চালু করা।
– বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করা।

সুযোগ সুবিধা
– সাংবাদিকতার পরিচয়পত্র এবং ম্যাগাজিনের একটি কপি নিয়মিত সৌজন্য পাবেন।
– কেন্দ্রীয়ভাবে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।
– পারফরমেন্সের ভিত্তিতে ফোন বিল এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ সম্মানী দেয়া হবে।

যোগাযোগ
২১৫/১ ফকিরাপুল ১ নং লেন (৩য় তলা), মতিঝিল, ঢাকা-১০০০
ইমেইলেও পাঠানো যাবে সিভি- [email protected]

আরো বেশি জানতে যোগাযোগ করতে পারেন ০১৯৪৮২২৬০৬১ এই নম্বরে।

4 thoughts on “ক্যাম্পাস প্রতিনিধি আবশ্যক”

  1. আমি চাঁপাইনবাবগঞ্জে কাজ করতে আগ্রহী।

    1. মো: বাকীবিল্লাহ

      আপনার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। আপনি আমাদের মেইলে অথবা অফিসের ঠিকানায় আপনার একটি সিভি পাঠিয়ে দিন। তাহলে আমরাই আপনার সাথে যোগাযোগ করব।
      ভালো থাকবেন।

Comments are closed.

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top