ক্যারিয়ারে যৌনতার প্রভাব

career-sex

আপনি জানেন কি? যৌন জীবনও আপনার আয় রোজগারের ওপর প্রভাব ফেলছে? হ্যাঁ। নতুন এক গবেষণায় দেখা গেছে, যারা সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে বেশি বেশি সেক্স করেন আর যারা কম সেক্স করেন তাদের চেয়ে বেশি আয়-রোজগার করেন!

ক্যামব্রিজের অ্যাঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড. নিক ড্রাইডাকিস ওই গবেষণাটি করেন। তার গবেষণায় তিনি ২৬ থেকে ৫০ বছর বয়সী সাড়ে সাত হাজার গ্রিক নারী-পুরুষের যৌন জীবনের সঙ্গে তাদের চাকরি-বাকরি ও আয়-রোজগারের তুলনামূলক পর্যবেক্ষণ করেন।

গবেষণায় তিনি দেখতে পান, যারা তাদের সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে বেশি বেশি সেক্স করেন তাদের আয়-রোজগারও ভালো।

ড্রাইডাকিস বলেন, এর কারণ হল মূলত নিয়মিত যৌন মিলনে সুস্বাস্থ্য, জীবন মান ও মানসিক সুখ-শান্তি বজায় থাকে। আর এসবের অভাবে মানুষ একাকীত্ব, সামাজিক উদ্বেগ-উৎকণ্ঠা ও অবসাদগ্রস্ততায় আক্রান্ত হতে পারেন; যা তাদের কর্মজীবনের উপরও প্রভাব ফেলে।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যান পাওয়ারে ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। সূত্র: দ্য টেলিগ্রাফ

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top