গবেষণায় দেখা গেছে- আইনজীবী, গ্রাফিক ডিজাইনারসহ এ ধরনের মানসিক পরিশ্রমের কাজ যারা করেন, বৃদ্ধ বয়সে তাদের স্মৃতিশক্তি ভালো থাকে।
৭০ বছর বয়সী স্কটল্যান্ডের এক হাজার পেশাজীবীর ওপর সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে- কর্মজীবনে যারা মানসিক পরিশ্রমের কাজ করেছেন, তারা স্মৃতি ও চিন্তার পরীক্ষায় ভালো স্কোর করতে পেরেছেন। অপরপক্ষে কারখানার কর্মী, বই বাঁধাইকর্মীসহ এ ধরনের কাজের সাথে যুক্তরা অপেক্ষাকৃত কম স্কোর করতে পেরেছেন।
এডিনবার্গের ওহরিয়েট ওয়াট বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দল এখন স্মৃতিশক্তি হারানো সাথে সম্পর্কিত জীবনযাত্রা ও কাজকর্ম নিয়ে গবেষণা করবেন।
গবেষক দলের প্রধান ডঃ অ্যালান গো বলেন- বৃদ্ধ বয়সে যেসব পেশাজীবীদের স্মৃতি ও চিন্তাশক্তি সুরক্ষিত থাকে, সেসব পেশা বাছাই করতে আমাদের প্রাপ্ত তথ্য সাহায্য করবে।