ব্যবসা করতে হলে বড় পুঁজি দরকার—এই ধারণা ঠিক ছিল না কখনোই। ছোট আকারে শুরু হওয়া ব্যবসাও বড় হতে পারে স্রেফ দক্ষ ব্যবস্থাপনা ও সময়োপযোগী সিদ্ধান্তের জোরে। গ্রাহকের চাহিদা ও জোগান বুঝে দুটির সমন্বয়ে যাঁরা এগোতে পারেন, তাঁরাই সফল হন। ছোট পুঁজিতে গড়ে তোলা বড় ব্যবসার অনেক উদাহরণ আছে দেশে-বিদেশে। এমন কয়েকটি প্রতিষ্ঠানের খবর জানুন এই ভিডিওতে…