সফল ও সন্তোষজনক পেশা সব মানুষেরই কাম্য। তবে অনেক পেশাজীবী কর্মজীবনের উন্নতি সাধনের গতিধারা নিয়ে অসন্তোষে ভোগেন।
কর্মক্ষেত্রে উন্নতিতে কিছু প্রতিবন্ধকতা নিচে উল্লেখ করা হলো-
১. প্রয়োজনীয় এবং সময়োপযোগী প্রশিক্ষণের অভাব।
২. কর্মক্ষেত্রে নতুন দক্ষতা অর্জনে অক্ষমতা।
৩. কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগের অভাব।
৪. উচ্চাকাঙ্ক্ষার অভাব।
৫. চাকরিতে প্রমোশন ও বেতন-ভাতা বৃদ্ধির যথাযথ ব্যবস্থা না থাকা।
৬. বস বা উর্ধ্বতন কর্মতাদের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা প্রেরণা আদায় করে নিতে না পারা।
কর্মক্ষেত্রে উন্নতি সাধনে করণীয়
বিশেষজ্ঞদের মতে, কর্মজীবনের উন্নতি নিয়ে হতাশ ব্যক্তির এখনই ঘুরে দাড়ানো উচিৎ। প্রথমত: তাকে যে কাজটি করতে হবে তাহলো, দক্ষতা বৃদ্ধি ও তিনি কোন কাজে বেশি দক্ষ তা খুঁজে বের করা।
দ্বিতীয়ত: আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রধান প্রতিবন্ধকতাগুলো নির্ণয় করুন এবং দ্রুত তা সমাধানের চেষ্টা করুন।
তৃতীয়ত: আপনার উর্ধ্বতন কর্মকর্তা বা সুপারভাইজরের স্মরনাপন্ন হোন। তাদের সাথে আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন। আপনার চাকরির সাথে আপডেট থাকতে কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হতে পারেন।
চতুর্থত: অল্পতেই ঘাবড়ে না গিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে শিখুন।
করণীয়গুলো মেনে চললে আপনার কর্মস্থল হয়ে উঠবে আনন্দে পরিপূর্ণ।