কারো আস্থা অর্জন করতে পারা মানবজীবনের সবচেয়ে বড় পাওয়া। আমাদের ব্যবসা-বাণিজ্য, পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় সব পর্যায়েই দরকার আস্থা। আবার চাকরি পেতেও প্রয়োজন চাকরিদাতার আস্থা অর্জন। মোটকথা পারস্পরিক সম্পর্ক তৈরি বা রক্ষায় আস্থার বিকল্প নেই।
কিন্তু এই আস্থা অর্জনের উপায় কী? ‘আমাকে বিশ্বাস করুন’ -আপনি যদি কাউকে এ ধরনের কথা বলেন, তাহলে আপনাকে বিশ্বাস করা তো দূরের কথা; আপনাকে সন্দেহের চোখেই দেখবেন তিনি। তাহলে উপায় কী? এক্ষেত্রে আস্থা বা বিশ্বাস অর্জনের সবচেয়ে ভালো উপায় হলো আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাংগুয়েজ।
আসুন জেনে নিই কোনো ধরনের কথা বলা ছাড়াই কারো আস্থা অর্জনের কিছু টিপস।
১. দেখা হলে হালকা দাত দেখিয়ে একটি মুচকি হাসি দিন। আপনার এই হাসি অর্থ হচ্ছে- ‘আপনি আমার ব্যাপারে রিল্যাক্স ও নিরাপদ বোধ করতে পারেন’।
নারীরা অবশ্য ছেলেদের চেয়ে হাসিটি একটু বেশি ব্যবহার করেন। নারী পুরুষ নির্বিশেষে সবাই এ টিপসটি অনুশীলন করুন। ফল পাবেন হাতেনাতে….।
২. কাউকে উৎসাহ দিতে মুচকি হাসির ব্যবহার করুন।
৩. হ্যান্ডশেক কিংবা মুসাফাহা করার সময় কিছুক্ষণ চোখের দিকে তাকান।
৪. কারো কাছে কিছু শোনার সময় তার চোখে চোখ রাখুন। এতে বক্তা ও শ্রোতার মধ্যে একটি সুন্দর যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।
৫. কথা বলা বা বক্তৃতা দেয়ার সময় সাধারণত আমরা ৩০ থেকে ৬০ শতাংশ সময় চোখাচোখি হই। কিন্তু আপনি যদি কাউকে ইমপ্রেসড করতে চান তবে আরেকটু বেশি তার চোখাচোখি হোন।
ক্যারিয়ার ব্রাইট অবলম্বনে