শুরু করা কাজগুলো দ্রুত শেষ করার সহজ উপায়

শুরু করা কাজগুলো দ্রুত শেষ করার সহজ উপায়

অনেক সময় আমরা কোনো উদ্যোগ শুরু করলেও মাঝপথে থেমে যাই। এটি পরিচিত একটি সমস্যা। শুরু করার উৎসাহ থাকলেও শেষ করা কঠিন। যদিও প্রকৃত সন্তুষ্টি ও সাফল্য আসে কাজটি শেষ করার মাধ্যমে। কাজটি পারফেক্ট না হলেও; গুরুত্বপূর্ণ হলো এটি শেষ করার অভ্যাস গড়ে তোলা।

কাজ শেষ করার ৩টি ধাপ

১. সুনির্দিষ্ট লাভ খুঁজে বের করুন

আপনার প্রকল্পটি শেষ করার লাভ কী? এটি ব্যক্তিগত উন্নতি, আর্থিক সাফল্য, অথবা শুধু আপনার কাজের তালিকা থেকে একটি কাজ কমানোর মতো হতে পারে। আপনার “কেন” স্পষ্ট হলে কাজটি চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন।

২. ধাপে ধাপে সময়সীমা নির্ধারণ করুন

প্রকল্পটিকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং প্রতিটি অংশের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন। ছোট লক্ষ্যে এগিয়ে যাওয়ার মাধ্যমে বড় কাজগুলোও সহজ এবং কম ভীতিকর মনে হবে।

৩. কাজের মাঝামাঝি স্থবির অবস্থাকে মেনে নিন

প্রতিটি প্রকল্পে এমন একটি সময় আসে যখন অনুপ্রেরণা হ্রাস পায় এবং কাজটি কঠিন মনে হয়। এটি স্বাভাবিক। প্রয়োজনে কিছু পরিবর্তন করুন, কিন্তু থেমে যাবেন না। অসম্পূর্ণ অগ্রগতিও একেবারে থেমে যাওয়ার চেয়ে ভালো।


এবার চ্যালেঞ্জ নিন:

আপনার কোনো একটি অর্ধসমাপ্ত প্রকল্প বেছে নিন। এরপর সেই কাজটি এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী তিনটি ধাপ নির্ধারণ করুন এবং সেগুলো আপনার শিডিউলে যোগ করুন— হোক না ছোট কিছু একটা; তা কোনো ব্যাপার না।


কোনো কাজ শেষ করার প্রক্রিয়া শুধুমাত্র ফলাফলের জন্য নয়; এটি নিজেকে প্রমাণ করার একটি উপায়- যে আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সফল হতে পারেন।

আর কাজ শেষ করার আনন্দ?

এটি সবসময়ই মূল্যবান।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top