মো: বাকীবিল্লাহ : কী চিহ্ন দেখে বুঝবেন যে আপনি আপনার জীবনকে নষ্ট করছেন? প্রশ্নোত্তর বিষয়েক জনপ্রিয় ওয়েবসাইট কোরা’য় এ প্রশ্ন করা হয়েছিল। এতে অনেকেই অনেক উত্তর দিয়েছেন। কিন্তু যশ শাহ নামে একজনের দেয়া উত্তরটি বেশি জনপ্রিয় হয়েছে। তিনি কোনো ধরনের ভুমিকা ছাড়াই কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন।উত্তরটি ক্যারিয়ার ইনটেলিজেন্সের পাঠকদের জন্য ভাষান্তর করে তুলে ধরা হলো। চাইলে আপনিও আপনার মতামত জানাতে পারেন মন্তব্যে।
১. আপনি প্রাপ্ত বয়স্ক ও সম্পূর্ণ কর্মক্ষম; তবুও বাবা-মায়ের আয়ে চলছেন।
২. আপনি আপনার বর্তমান পেশা নিয়ে সন্তুষ্ট নন।
৩. আপনার দৈনন্দিন কার্যক্রমের কোনো সুনির্দিষ্ট গতিপথ নেই।
৪. আপনার প্রাতকালীন কোনো কর্মকাণ্ড বা প্রার্থনা নেই।
৫. আপনি রাতে দেরি করে ঘুমান এবং সকালে দেরি করে জাগেন।
৬. সারাক্ষণ সামাজিক মাধ্যমের অ্যাপগুলোতে ব্যস্ত থাকেন।
৭. আপনি অন্যের শর্তাবলির ওপরে বেঁচে আছেন।
৮. আপনার কোনো বিষয়ে বিশেষ ব্যাকুলতা বা প্যাশন নেই।
৯. আপনি নিজের শরীরের যত্ন নেন না।
১০. আপনি মানুষ বা কোনো জীবকে কখনোই সাহায্য করেন না।
১১. এমা ওয়াটসনের (Emma Watson) প্রতি আপনার কোনো ভালোলাগা নেই!
বি:দ্র: এমা শার্লট ডিউয়ার ওয়াটসন একজন বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল, যিনি এমা ওয়াটসন নামেই বেশি পরিচিত। তিনি বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে সবিশেষ খ্যাতি অর্জন করেছেন। ওয়াটসন নয় বছর বয়সে এই চরিত্রে প্রথম অভিনয় করেন।