আমি কি যথেষ্ট ভালো?

এই বাজারে আমি কি যথেষ্ট ভালো?

সে আমার চেয়ে ভালো।
সে যা পারে আমি তা কখনো কল্পনাও করতে পারি না।
সে আমার চেয়ে ভালো কোডিং জানে।
ওই লোকটা অসাধারণ।
আমি অন্তর্মূখী এবং বেচাকেনায় অস্বস্তিবোধ করি।
আমার কোনো গ্রাহক (ক্লায়েন্ট) নেই।
অমুক ফ্রিল্যান্সার বছরে লাখ লাখ ডলার আয় করে।
আমি কিভাবে প্রতি বছরে লাখ ডলার উপার্জনের মতো ব্যবসা দাঁড় করাবো।
ওই ছেলেটাকে খুব খুশি মনে হচ্ছে।
মেয়েটাকে মনে হচ্ছে খুবই সফল।
আমি কি ওটাতে দক্ষ?
আমি কি যথেষ্ট ভালো?
—–
হ্যাঁ।
আপনি।
আপনি যথেষ্ট ভালো।
(লেখাটি এখানে শেষ করা যেত কিন্তু আমার মনে হচ্ছে আপনি আরো কিছু জানতে চাচ্ছেন)
—-


কিভাবে  নিজেকে মোটিভেট করবেন?


আপনি যা পারেন অন্য কেউ তা পারে না।
আপনি যা জানেন, সে তা জানে না।
আপনি কিছু তৈরি করতে পারেন, সে তা পারে না।
আপনিই শুধু আপনি হতে পারেন।
কিন্তু আপনি যদি নিজের সফলতা বিচার করেন
আপনার সুখ
আপনার সম্পদ
আপনার আনন্দ
এবং আপনার মূল্য অন্যের সাথে তুলনা করে
আপনি কখনোই জিততে পারবে না।

‘তুলনা হচ্ছে আনন্দ হরণকারী’
-থিওডোর রুজভেল্ট

আপনি সবসময় কাউকে পাবেন- আপনার তুলনায় ‘বড়’
‘ভালো’
‘ আরো সফল’
‘লম্বা’
‘দ্রুতগামী’
‘ধনী’
‘আরো মেধাবী’
কিন্তু তারাও সাধারণ মানুষ।
যাদের সবার দিনই একই সমান
যাদের সবারই নিরাপত্তাহীনতা আছে।
যারা ভীত
যারা বৈধতা চান
যারা জানেন না বড় হয়ে কী হতে চান।
যারা জনসম্মুখে পাঁদ হয়ে গেলে বিব্রত হন।

তাহলে প্রশ্ন হলো-

‘যথেষ্ট ভালো’ কিসের তুলনায়?
‘যথেষ্ট ভালো’ কার জন্য?

আপনি ইতোমধ্যেই চমৎকার।
আপনি মহান!
প্রেরণা? এটা অনুভব করা যেতে পারে।
জ্ঞান? এটা অর্জন করা যেতে পারে।
দক্ষতা? এটা শেখা যেতে পারে।
কর্ম? এটা শুরু করা যেতে পারে।
আপনি এখনই যথেষ্ট ভালো!
এবং আপনি তখনো যথেষ্ট ভালো হবেন!
এখন উঠে দাড়ান।
আল্লাহকে ধন্যবাদ দিন যে, আপনি জীবিত
এবং কাজ করতে পারছেন।

মূল : ব্র্যাড হাসি | ভাষান্তর : মো. বাকীবিল্লাহ

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top