বর্তমানে ব্লগিং ডিজিটাল মাকেটিংয়ের জনপ্রিয় একটি উপায়। তাছাড়া পারসোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও ব্লগিং-এর বিকল্প নেই। আসুন জেনে নিই কেন ব্লগিং করবেন, কিভাবে ব্লগিং শুরু করবেন…
এক নজরে দেখে নিন
লুকিয়ে রাখুন
কেন ব্লগিং করবেন?
- আপনি ব্লগিং করার মাধ্যমে আয় করতে পারবেন। বর্তমানে অনেকেই ব্লগিংকে তাদের পেশা হিসেবে বেছে নিচ্ছে এবং সফলতাও পাচ্ছে।
- অডিয়েন্স বা ভিজিটরদের অনুপ্রাণিত করতে। আপনার প্রকাশিত আর্টিকেল পড়ে অনেকেই উপকৃত হবে
- জনপ্রিয়তা পেতে বা নিজেকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে ব্লগিং একটি অনত্যম মাধ্যম। যেখানে আপনি আপনার দক্ষতার পরিচয়ে পাঠক বা শ্রোতাদের কাছে জনপ্রিয় হতে পারবেন।
- ব্লগাররা কন্টেন্ট লেখার জন্য অনেক রিসার্স করেন, ফলে তার চিন্তাধারার উন্নত হয়। এ কাজ করতে গিয়ে আপনি অনেক ধারণা পাবেন যা আপনার জীবনকে বদলে দেবে।
- ব্লগিং শুরু করা একজন ব্লগারকে প্রযুক্তিগত দক্ষতার বিকাশ করে।
- ব্লগিং ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়
ব্লগিং শুরু করার ধাপ সমূহ?
- একটি বিষয়বস্তু বেছে নিন
- একটি ডোমেইন নাম এবং ওয়েব হোস্টিং বেছে নিন
- ওয়েবসাইট বানিয়ে নিন (পারলে নিজে অথবা প্রফেশনালদের সহযোগিতা নিন)
- আপনার ব্লগ চালু করুন
- আপনার ব্লগের প্রচার করুন
- ব্লগটিকে গুগল অ্যাডসেন্স এর জন্য মনিটাইজ করুন
- সাইটে নিয়মিত ভালো ভালো লেখা দিন
- ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসুন
- ইনকাম করতে থাকুন, ব্যাংকে টাকা নিয়ে আসুন…
- প্রয়োজনে আমাকে নক করুন।
আরো জানুন
ব্লগিং করে অর্থ উপার্জনের কৌশল
লেখালেখিতে ক্যারিয়ার গড়ার ৬টি ক্ষেত্র