নিজেকে কেউ যদি একা ভাবেন, নিজেকে একলা মনে করেন, তাহলে ভুল করবেন। একজন মানুষের সঙ্গে একটা বিশাল পৃথিবী আছে। মাথার ওপর সীমাহীন আকাশ আছে। আকাশে গ্রহ-নক্ষত্র আছে। অপূর্ব চাঁদ আছে। পায়ের নিচে মাটি আছে। প্রকৃতির সবকিছু মানুষকে সঙ্গ দেয় নিবিড়ভাবে। যার ফলে দুনিয়ায় কেউ একা নন।
মানুষ যখন নিজেকে একা ভাবেন, তখন নিজেকে দুর্বল মনে করেন। মানসিক দুর্বলতা মানুষকে পিছিয়ে দেয়, মানুষকে অসহায় করে দেয়। যার ফলে যারা নিজেকে একা ভাবেন, তারা ভুল করেন।
প্রকৃতপ্রস্তাবে একা মানুষ, শক্তিমান মানুষ। দুনিয়াতে যারা বড় হয়েছেন, মহৎ কাজ করে অবিনশ্বর হয়েছেন, প্রথমে তারা একা ও নিঃসঙ্গ ছিলেন। কেননা সাড়াজাগানো সব বড় কাজ, অনেক বড় স্বপ্নের কাজ, সাধারণত একাই শুরু করতে হয়। একজন একা মানুষ যখন বড় কোনো স্বপ্নময় কাজ শুরু করেন, সফলতা পাওয়া শুরু করেন, তখন একে একে বেড়ে যায় তার সুহৃদ, বেড়ে যায় অগণন মানুষের সম্মিলন।
একদম যারা একা, নিশিদিন বন্ধুহীন, স্বজনহীন, তারা কখনো নিজেকে দুর্বল মনে করবেন না। মনে করবেন বিশাল দুনিয়ায় দাঁড়াবার মতো জায়গা রয়েছে। মাথার ওপর বিশাল আকাশ রয়েছে। আকাশে কী সুন্দর চাঁদ রয়েছে। আপনি চাঁদমামার সঙ্গে আপনার স্বপ্নের কথা বলেন। তারপর একা হয়েই স্বপ্নের কাজ শুরু করেন। মনে রাখবেন বড় কোনো কাজ, মহৎ কোনো কাজ একদম একাই শুরু করতে হয়।
নওশাদ জামিল : কবি সাহিত্যিক ও সাংবাদিক। সিনিয়র রিপোর্টার, কালের কণ্ঠ।