প্রশ্ন: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকর্ম বিষয়ে অনার্স পড়ছি। এ বিষয়ে পড়ে আমি কী কী ধরনের চাকরি পেতে পারি?
উজ্জ্বল মণ্ডল, সাতক্ষীরা।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম বিভাগের ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্র বর্তমানে অনেক সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন এনজিও, উন্নয়ন সংস্থাগুলোতে এ বিভাগের ছেলেমেয়েদের চাহিদা বেশি। ফলে এ বিভাগের ছাত্রছাত্রীরা পাস করার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে। তাদের বসে থাকতে হচ্ছে না। এ ছাড়া সরকারিভাবে যেমন: সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও সরকারি আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডে এ বিভাগের ডিগ্রিধারীরা বেশ অগ্রাধিকার পেয়ে থাকেন।
পরামর্শ দিয়েছেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক
মো. ছাদেকুল আরেফিন
ইংরেজি বিভাগ
প্রশ্ন: আমি ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মান ও স্নাতকোত্তর করেছি। এ বিষয়ে পড়ে আমি কোথায় বা কী ধরনের চাকরি পেতে পারি?
প্রদীপ, ঢাকা।
উত্তর: এ বিভাগের ছাত্রছাত্রীদের চাহিদা
আগের তুলনায় অনেক বাড়ছে। দেশ ও বিদেশে এখন ইংরেজি বিভাগের ছেলেমেয়েরা খুব সফলতার সঙ্গে কাজ করছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এ বিভাগের ছাত্রছাত্রীদের ভালো
বেতনে নেওয়া হচ্ছে। এনজিও, ব্যাংক, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষকতা পেশায়
যুক্ত হচ্ছেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায়
উত্তীর্ণ হয়ে তাঁরা সরকারি চাকরিতে পেশা গড়ার সুযোগ পাচ্ছেন।
পরামর্শ দিয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের
অধ্যাপক তাহমিনা আহমেদ
সূত্র : প্রথম আলো