প্রাণিবিদ্যা ও ভুগোল পড়ে কী চাকরি করা যাবে?

প্রাণিবিদ্যা
প্রশ্ন: প্রাণিবিদ্যায় পড়লে ভবিষ্যৎ কী?
উত্তর: বর্তমানে প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের চাহিদা অনেক। দেশের প্রায় সব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের বিশেষ প্রয়োজন হয়। এই বিভাগ থেকে পাস করে কাউকে বসে থাকতে হয় না। তারা শিক্ষকতা করতে পারেন। এ ছাড়া ফিশারিজ, কৃষি, ফরেস্ট্রি ইত্যাদি খাতে অগ্রাধিকার পেয়ে থাকেন। দেশের বিভিন্ন মেডিকেল কলেজেও এই বিভাগের শিক্ষার্থীদের কাজের ভালো সুযোগ রয়েছে।

ভূগোল ও পরিবেশবিদ্যা
প্রশ্ন: ভূগোল ও পরিবেশবিদ্যায় পড়াশোনা করে চাকরির সুযোগ কতটুকু?
উত্তর: ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন। দেশে এখন সরকারি ও বেসরকারি অনেক মানচিত্র তৈরির প্রতিষ্ঠান আছে, যেখানে কাজ করার ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি জরিপ প্রতিষ্ঠানেও এই বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে। বিভিন্ন এনজিও, আবহাওয়া অধিদপ্তর, পরিসংখ্যান ব্যুরো, সশস্ত্র বাহিনী, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে ভূগোলের শিক্ষার্থীদের আলাদা করে নেওয়া হয়। দেশের বিভিন্ন বেসরকারি পরিবেশ সংস্থায়ও কাজ করে ভালো অর্থ উপার্জন করা সম্ভব।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top