রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলতি সেশনে ভর্তি ফরম বিতরণ এবং ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ভর্তি কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আব্দুল জলিল মিয়া জানান, ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ১৫ নভেম্বরের পরিবর্তে ২৪ নভেম্বর এবং ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বরের পরিবর্তে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
গত মাসের ৯ তারিখ থেকে টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এ বছর এই বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা, দুর্যোগ ব্যবস্থাপনা, টেলিকমিউনিকেশন, হিউম্যান স্টাডিজ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ খোলার অনুমতি দেয়া হয়েছে।
উৎস : নয়া দিগন্ত