জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা হয়। সভায় আগামী ৮ থেকে ১৭ অক্টোবরের মধ্যে ২০১১-২০১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষার বিস্তারিত নিয়মাবলি ও সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন দীর্ঘায়িত না হয়, সে লক্ষ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরপরই ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।