রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা (সিনিয়র অফিসার) পদের নিয়োগ পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। ব্যাংর্কাস সিলেকশন কমিটি পরীক্ষার এই দিন ঠিক করেছেন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদশে ব্যাংকের ওয়বেসাইটে দেয়া হয়েছে।
আগামী ১ জুন সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের ৪০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ৬ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
বাংলাদশে ব্যাংক ওয়েব সাইটে বলা হয়েছে, প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্র উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষার সময় এক ঘণ্টা। পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলকেট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। ব্যাংর্কাস সিলেকশন কমিটি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য ২০১৬ সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়।