চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি বিষয়ে মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ২৮ জুলাইয়ের মধ্যে। যেসব শিক্ষার্থী ডিভিএম, এমবিবিএস বা সমমানের ডিগ্রিধারী তাঁরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী জিপিএ ৪-এর মধ্যে ৩ অথবা জিপিএ ৫-এর মধ্যে ৪ পেয়েছেন, তাঁরাই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচনা হবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস থেকে ৫০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি অফিসে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.cvasu.ac.bd, ই-মেইল: [email protected]