বাংলা বানানের নিয়ম কানুন নিয়ে ক্যারিয়ার ইনটেলিজেন্স প্রকাশ করছে ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল। সাধারণত বাংলা লিখতে গিয়ে আমরা যেসব ভুল করে থাকি সেগুলোই এতে আলোচনার চেষ্টা করা হচ্ছে। আশাকরি আপনাদের ভালো লাগবে। এরদ্বারা অাপনি সামান্য উপকৃত হলেই আমরা সার্থক। আজ দেখুন ১৬তম পর্ব।
বাক্যে না-বাচক পদগুলো আলাদাভাবে লিখতে হবে। বিস্তারিত দেখুন এই টিউটোরিয়ালে…