ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি

পদের নাম :
লেকচারার (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস)

খালি পদের সংখ্যা :
০২

শিক্ষাগত যোগ্যতা
– প্রার্থীদের অবশ্যই হিসাব বিজ্ঞান বিষয়ে ৪ বছরের বিবিএ এবং এমবিএ ডিগ্রীধারী হতে হবে। উভয়  ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.৭০ থাকিতে হইবে। প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগে পাস থাকতে হবে। কোন পর্যায়ে ৩য় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা
– উপরিউক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর অভাবে যোগ্যতার শর্ত শিথিল করা যেতে পারে।
– অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রীধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনসীমা :
১১০০০-৪৯০*৭-১৪৪৩০-ইবি-৫৪০*১১-২০৩৭০/-

আবেদনের নিয়ম
ইচ্ছুক প্রার্থীদের রেজিস্ট্রারের দফতর থেকে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। রেজিস্ট্রারের অনুকুলে প্রদেয় ৭৫০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট / পে-অর্ডারসহ ৮ কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট জমা দিতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সাথে সনদপত্র, মার্কসীট ও অভিজ্ঞতা প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ
সোমবার, ২৭ জুন ২০১১

আরো জানতে দেখুন
দৈনিক যুগান্তর (রবিবার, ১২ জুন ২০১১)

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top