যমুনা ব্যাংকে নিয়োগ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।

যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ ডিগ্রি অথবা ফাইন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/ব্যাংকিং/পরিসংখ্যান/অর্থনীতি/মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাস অথবা বিএসসি ইন সিএসই/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইইই পাস। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩ বা সমমানের শ্রেণি (৪-এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস, বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

বেতন: প্রবেশনকালে মাসিক ৫০,০০০ টাকা।

বয়স: ১৫ জুন ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যমুনা ব্যাংকের ওয়েবসাইট www.jamunabank.bd.com/career এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৬।

সূত্র: ২০ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ১।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top