বেসকারি আর্থিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংকে কিছু সংখ্যক ট্রেইনি অফিসার নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি। বিস্তারিত নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার।
বয়স: ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ২.৫ পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।
বেতন: নির্বাচিত প্রার্থীদের ২ বছর প্রবেশন সময়ের প্রথম বছর মাসিক ১৭০০০ টাকা এবং দ্বিতীয় বছর ২০০০০ টাকা দেওয়া হবে। সফলভাবে প্রবেশনারি সময় শেষ করার পর প্রার্থীদের জুনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে মাসিক ২৭০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট www.southeastbank.com.bd এই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ৯ ফেব্রুয়ারির প্রথম আলো, পৃ. ১৪।