যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সিমেস্টারে ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময় ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুরা অনলাইনে সেপ্টেম্বরের ১৫ থেকে অক্টোবরের ১৫ তারিখ রাত ১২টা পর্যন্ত (যে কোনো সময়) আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.just.edu.bd থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি: Jessore University of Science & Technology) বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রথম সরকারী বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালের ২৫ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এটি খুলনা বিভাগের চতুর্থ সরকারী বিশ্ববিদ্যালয় ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), ২০০৯ এ কার্যক্রম শুরু করে। ফলিত বিজ্ঞান অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, পরিবেশ বিজ্ঞান ও স্বাস্থ্যব্যবস্থাপনা এবং জীববিজ্ঞান অনুষদের অধীনে অণুজীব বিজ্ঞান ও মৎস্য বিভাগের মোট ২০৫ জন শিক্ষার্থীকে নিয়ে জুন ১০, ২০০৯ থেকে প্রথম ব্যাচের প্রথম বর্ষের ক্লাস বিশ্ববিদ্যালয়ের আমবটতলা ক্যাম্পাসে শুরু হয়।