ক্যারিয়ার ধ্বংসের ১০ আচরণ

আপনার কাঙ্ক্ষিত ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে যে কোনোভাবে। সম্প্রতি ক্যারিয়ারের উত্থান-পতনের পেছনে দায়ী এমন ১০টি কারণ খুঁজে বের করেছে প্রফেশনাল নেটওয়ার্ক লিংকডইন। স্টেয়ার ইউনিভার্সিটির জ্যাক ওয়ালেচ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী চেয়ারম্যান জ্যাক ওয়ালেচের কাছ থেকে জেনে নিই ক্যারিয়ার পতনের সেই ১০ আচরণ।

career-lost

  •  আপনি নিজেকে অতিরিক্ত এক্সপার্ট দেখাতে গিয়ে সাধ্যের অতিরিক্ত কাজ নিয়ে নিলেন। এতে কিন্তু ফলটা আপনার পক্ষের চেয়ে বিপক্ষে যাওয়ার মাত্রাটাই বেশি। তাই সাবধান!
  • যে কোনো সময় যে কোনো কিছুতেই পরিবর্তন আসতে পারে। আপনাকে এই পরিবর্তন মেনে নিতে হবে। যদি পরিবর্তনে বাধা দেন এবং নতুন পরিকল্পনার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে না নিতে পারেন তবেও আপনি পদটা হারানোর আরেকটা ধাপ এগিয়ে যাবেন!
  • অফিসের যে কোনো সমস্যার সমাধানে লেগে যাবেন না হুটহাট। আপনি সমাধানকারী না হয়ে বরং সমাধান খুঁজে বের করে আনুন।
  • আপনি পদোন্নতির জন্য শুধুই বসকে সন্তুষ্ট রাখলে চলবে না। বসের পাশাপাশি ভালো কাজ এবং অন্য সহকর্মীদের কথাটাও মাথায় রাখতে হবে। তাদের মনও জয় করে নিতে হবে।
  • বর্তমানে কী করছেন, কী হচ্ছে তা মাথায় না রেখে হাঁ করে শুধুই ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করবেন না। এতে করে সবই হারাতে পারেন।
  • অফিসের কাজে দৌড়াচ্ছেন দিনের পর দিন। এটা সবাই জানে। কিন্তু আপনি কি সত্যিই অফিসের কাজে দৌড়াচ্ছেন, নাকি অন্য কাজে?
  • নিজের গুরুত্ব বোঝাতে গিয়ে সহকর্মীদের কাছে নিজেকে কখনও নিরস বা ভাবগাম্ভির্যপূর্ণ মানুষ হিসেবে উপস্থাপন করবেন না। এতে অন্যরা আপনাকে স্বাভাবিকভাবে নিতে পারবে না।
  • প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনা দরকার। কিন্তু আপনি যদি এই পরিবর্তনে আস্থা এবং ভয় নিয়ে আগাতে থাকেন তখন ব্যর্থতা আসতে পারে আপনার ঘাড়ে।
  •  রাজ্যের ভাবনা কাজ করে আপনার ভেতর। কিন্তু পদোন্নতি পেলে অফিসকে নিয়ে আপনার নতুন ভাবনা বা পরিকল্পনার কথা যদি না ভেবে আগের মতোই চালাতে চান তবুও আপনি ছিটকে পড়তে পারেন।
  • আত্মপ্রসাদে ভোগেন? এই ব্যাধিটি আপনার সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে!
    অতএব, সাবধান হোন, এখনই।

– সুস্মিতা হাসান

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top