আধুনিক বিশ্বে তথ্য-প্রযুক্তির দক্ষতার ক্ষেত্রে একটি অপরিহার্য মাধ্যম কম্পিউটারের বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন আবশ্যক। এ লক্ষ্যে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে দক্ষ প্রোগ্রামার তৈরির জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিচালিত এক বছর মেয়াদী পিজিডি ইন আইসিটি প্রোগ্রাম ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১১তম ব্যাচে ভর্তি শুরু হয়েছে।
এক বিবৃতিতে ওই তথ্য জানান প্রোগ্রাম পরিচালক কম্পিউটার সায়েন্স ও ম্যাথমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোস্তাগিজ বিল্লাহ।
বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর শিক্ষার্থীরা ১০ই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে মোট ৫৫ জন প্রার্থীকে ওই প্রোগ্রামে ভর্তি করা হবে।
বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ওয়েবসাইটে (www.bau.edu.bd/pgd) পাওয়া যাবে।