ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড

পদের নাম: প্রবেশনারি অফিসার।

বয়স: ৩০.১২.২০১৪ তারিখে ৩০ বছর।

বেতন:
৩০ হাজার।

যোগ্যতা:
এমবিএম, এমবিএ এবং বিবিএ (চার বছরের কোর্স)/মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, এমআইএস, এআইএস, এইচআরএম এবং ম্যানেজমেন্ট/অর্থনীতি, ইংরেজি, পরিসংখ্যান, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, গণিতে মাস্টার্স এবং অনার্স/পরিবেশবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি অথবা বিএসসি।

আবেদনের নিয়ম: প্রার্থীর সিভি ও ছবিসহ অনলাইনের মাধ্যমে www.nblbd.com—এই ঠিকানায় আবেদনপত্র পূরণ করতে হবে। ট্র্যাকিং নম্বর পাওয়ার পর পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা (অফেরতযোগ্য) যেকোনো ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে হিউম্যান রিসোর্স ডিভিশন, অ্যাকাউন্ট নম্বর ০২৩৩১৫১৩১৩, দিলকুশা শাখা—এই ঠিকানায় জমা দিতে হবে। অনলাইন ডিপোজিট স্লিপে অবশ্যই নাম এবং ট্র্যাকিং নম্বর লিখতে হবে। প্রার্থীকে ট্র্যাকিং শিট এবং অনলাইন ডিপোজিড স্লিপ সংরক্ষণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ মার্চ, ২০১৫।

ক্যারিয়ার, ট্রেনিং ও স্কলারশিপ সম্পর্কে
exclusive তথ্য পেতে ফেসবুক গ্রুপে
জয়েন করুন-

Career Intelligence | My Career Partner

Scroll to Top