পদের নাম: সহকারী পরিচালক
পদের সংখ্যা: ১১ জন
বয়স: আবেদনকারীর বয়স ২৯ জানুয়ারি, ২০১৫তে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে দুই বছর এবং দুর্নীতি দমন কমিশনে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ১১০০০-২০৩৭০/-
আবেদনের ঠিকানা : আবেদনপত্র সচিব, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। কুরিয়ার সার্ভিস এবং হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না। সচিব, দুর্নীতি দমন কমিশনের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ৩০০ টাকা বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংক ট্রেজারি শাখার হিসাব কোড নং ১-৬৭০১-০০০১-২০৩১-এ জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০১৫।
সূত্র : প্রথম অালো