মো: বাকীবিল্লাহ
আপনি প্রচুর কাজ করছেন কিন্তু সফলতার মুখ দেখছেন না। কিংবা কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্ষম হচ্ছেন না। এমনটা প্রায়ই হয়ে থাকে। কিন্তু এর কারণ কী? আসুন জেনে নিই।
প্রথমেই আমরা জানবো ব্যর্থ মানুষদের কিছু অভ্যাসের কথা। এতে করে সে বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন ও সতর্ক থাকতে পারবো।
ব্যর্থ মানুষদের মধ্যে নিচের বৈশিষ্ট্যগুলো আংশিক অথবা পূর্ণ মাত্রায় দেখা যায়।
১. না ভেবেই কোনো কাজ শুরু করা
২. পরিবর্তনে তীব্র ভয় পাওয়া
৩. সমাধানের বাস্তব উপায় না বলে শুধু সমালোচনা করার প্রবণতা
৪. অপ্রতিরোধ্য কল্পনাবিলাস (অবাস্তব চাওয়া)
৫. যেকোনো লক্ষ্য নির্ধারণে অক্ষমতা
৬. যথার্থ ও বাস্তবায়ণযোগ্য লক্ষ্য নির্ধারণে অক্ষমতা
৭. কোনো ভুল হয়ে গেলে অন্যকে দোষারোপ করার প্রবণতা
৮. অন্যের কথা শোনার চেয়ে নিজে বেশি বলা
৯. সময় নষ্টের ব্যাপারে সুখ্যাতি!
১০. যে কাজটি করতে চান কিংবা যার মতো হতে চান সে সম্পর্কে ভালোভাবে না জানা
১১. শেখার পথ বন্ধ হয়ে যাওয়া (নিজেকে সবজান্তা মনে করা)
১২. অপরিহার্য তথ্য-উপাত্তের ফাইলপত্র যেখানে সেখানে ফেলে রাখার সুখ্যাতি!
উপরের অভ্যাসগুলোর কোনোটি আপনার আছে কি? প্রয়োজনে বিশ্বস্ত কাউকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন।
এবার আসুন জেনে নিই সফল মানুষদের কিছু অভ্যাসের ব্যাপারে।
১. উন্নতি চিহ্নিত করতে পারার সক্ষমতা
২. ভুল থেকে শিক্ষা নিতে পারার ক্ষমতা
৩. সব কাজে সফল হওয়ার প্রজ্জ্বলিত প্রত্যাশা (প্রবল ইচ্ছা)
৪. ঝুঁকি নেয়ার ইচ্ছা ও প্রত্যাশা
৫. কার্যতালিকা তৈরি ও তা অনুসরণ করার প্রবণতা
৬. বিনয়ী হিসেবে সুখ্যাতি
৭. নিজেদের ব্যর্থতার দায়গ্রহণে ইচ্ছুক
৮. পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার সক্ষমতা
৯. তথ্য ও উপাত্ত অন্যদের সাথে শেয়ার করা ইচ্ছা
১০. লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের সক্ষমতা
১১. অন্যের প্রশংসা করার ক্ষেত্রে সুখ্যাতি
১২. অন্যদের সাথে আইডিয়ার (ধারণা) আদান-প্রদানে ব্যকুলতা
উপরের তালিকা দু’টিতে অবশ্য অল্প কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলোর ওপরে কারো সফলতা ব্যর্থতা অনেকখানি নির্ভর করে। এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা থাকলে মন্তব্যে গিয়ে তা শেয়ার করুন। হয়তো সফল হওয়ার ক্ষেত্রে আমাদের সবার তা কাজে আসতে পারে।