রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি মুহম্মদ মিহানউদ্দিনের সভাপতিত্বে তার দফতরে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর প্রশাসন মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুততম সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে কাস শুরু লক্ষে আগে থেকেই ভর্তি পরীার সময়সূচি ঘোষণা করা হলো। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.ru.ac.bd) থেকেও পাওয়া যাবে বলেও জানান তিনি।