দরকারি ওয়েব সাইটগুলো খুঁজে পাওয়া এখন একটি বড় সমস্যা। বিশেষ করে অনেক ডিরেক্টরিতেও শতশত প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সাইটের লিংক দিয়ে রাখা হয়। ফলে দরকারি সাইটটি খুঁজে পেতে ভিজিটরদের বেগ পেতে হয়।
বিষয়টি বিবেচনায় রেখে শুধুমাত্র জনপ্রিয় সাইটের লিংক দিয়ে করা হয়েছে জিনিউজবিডি ডটকম নামে একটি ওয়েব ডিরেক্টরি।
এখানে আছে জনপ্রিয় অনলাইন পোর্টাল, দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা, শিক্ষা ও ক্যারিয়ার, চাকরি এবং তখ্যভিত্তিক বিভিন্ন সাইটের লিংক। এছাড়া গুরুত্বপূর্ণ আরো কিছু ক্যাটাগরির লিংক নিয়মিতই আপডেট হচ্ছে সাইটটিতে।
সাইটটির ঠিকানা www.gnewsbd.com।
তাছাড়া আছে গুরুত্বপূর্ণ বিভিন্ন আর্টিকাল। চাইলে আপনিও লিখতে পারেন সেখানে।
লেখা পাঠাতে পারেন- [email protected] এই ইমেইলে।