ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে।
সাক্ষাতকার ২৭ ডিসেম্বর পর্যন্ত নেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর বিজ্ঞান অনুষদের ডিন অফিসে এই সাক্ষাতকার নেয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই সাক্ষাৎকার নেয়া হবে।
মোট ১ হাজার ৭৭২ জন প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার ১ থেকে ১ হাজার ২০০ প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হবে।
বাকি ৫৭২ জনের সাক্ষাৎকার ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সময়ের মধ্যে নেয়া হবে।