মঙ্গলবার রাতে ৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০১১ এর ফলের ভিত্তিতে সরকারি কর্মকমিশনের সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয় ১ হাজার ৬১৯ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদান করতে হবে। উল্লেখিত তারিখে চাকরিতে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- নিয়োগপ্রাপ্তরা লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অণ্যূন চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনবোধে সরকার প্রশিক্ষণের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ যাচাই-বাছাইকালে জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার নিয়োগ বাতিল হবে।