জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষা আগামী ২ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবার সকল অনুষদে ‘বিভাগভিত্তিক’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা। ভর্তির রেজিস্ট্রেশন করার নিয়মাবলী ও ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাবলী দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।