নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার তারিখ আগামী ২০-২১ ডিসেম্বর ২০১৩ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মমিনুল হক সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিস্তারিত তথ্য সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nstu.edu.bd) ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
এ বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এপ্লায়েড ম্যাথমেটিক্স, ইংরেজি, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড হ্যাজার্ড স্টাডিজ, বিজনেস এডমিনিস্ট্রেশন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইকনোমিক্স অ্যান্ড পোভার্টি স্টাডিজ এবং কোস্টাল এগ্রিকালচার সহ মোট ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।